অন্যান্য

গাদাগাদি করে ঢাকায় ফিরছে মানুষ

করোনাভাইরাস (কোভিড-১৯) সতর্কতা ছাপিয়ে ঈদের পরদিন রাজধানীমুখী মানুষের ঢল নামে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। অনেকে আবার বাড়িতেও যাচ্ছেন। ফলে উভয় দিকের চাপ পড়েছে দুই নৌরুটে।

কর্মস্থলে যোগ দিতে গাদাগাদি করেই ছুটছেন ঢাকায়। রয়েছে বাড়তি ভাড়াসহ পথে পথে নানা ভোগান্তির অভিযোগ।

ঈদের আগের দিন যেতে পারেনি, তাই বলে প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী ছুটি কাটানো যেন মিস করা যাবে না কোনোভাবেই।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষের ঢল তারই প্রমাণ। তাইতো করোনা সংক্রমণের ঝুঁকিকে এক পাশে রেখে ঘরমুখী মানুষের ঢল।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে গাদাগাদি করে বাড়ি ফিরেন অনেকে। ছিলো কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপও। যানবাহনের সংখ্যা কম থাকায় বাড়তি ভাড়া গোনার অভিযোগ যাত্রীদের।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ছিলো বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী মানুষের চাপ। সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে যাতায়াত করতে দেখা যায় তাদের।

যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে চলছে ২৯ টি ফেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *