রাঙ্গামাটিতে কীটনাশকে পাকানো ৩০ হাজার আনারস ধ্বংস

অপরিপক্ক আনারস কীটনাশক দিয়ে পাকানোর অভিযোগে ৩০ হাজার আনারস জব্দ করে ধ্বংস করেছে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার বগাছড়ি সতেরো মাইল জিতেনপাড়া ও উনিশ মাইল নামক এলাকার দু’টি বাগানের এসব আনারস জব্দ করে ধ্বংস করা হয়। রাসায়নিক দিয়ে আনারস পাকানোর কাজে জড়িত অসাধু দুই আনারস ব্যবসায়ী হলেন মো. শাহজাহান ও মোস্তফা মিয়া। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিউলি রহমান তিন্নী জানান, অসাধু আনারস ব্যবসায়ীদের কেউ কেউ অপরিপক্ক আনারস বিভিন্ন কীটনাশক মিশিয়ে পাকিয়ে তা ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এসময় আমরা ট্রাকসহ আনারস জব্দ করি।

ট্রাকের চালকের সঙ্গে কথা বলে জানতে পারি, কীটনাশক মেশালে দুই থেকে তিন দিনের মধ্যে আনারসগুলো পেকে যায়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালাই এবং ৩০ হাজার পিস আনারস জব্দ করতে সক্ষম হই। তবে ব্যবসায়ীকে হাতে নাতে ধরতে না পারলেও তার পরিচয় জানা সম্ভব হয়েছে। যতদিন আনারসের মৌসুম থাকবে, ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment