অন্যান্য

কাতালগঞ্জ ও কাজেম আলী স্কুল ভোটারশূন্য, মিন্টু অনুসারীদের দখলে দুটি কেন্দ্রই

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের দুটি কেন্দ্র পুরোপুরি দখলে নিয়ে ফেলেছে কাউন্সিলর প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর অনুসারীরা।

দখলে নেওয়া কেন্দ্র দুটি হল— কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজেম আলী হাইস্কুল কেন্দ্র। সেখানে গিয়ে দেখা গেছে, ভয়ে ভোটারশূন্য হয়ে পড়েছে ভোটকেন্দ্র দুটি।

কাতালগঞ্জ স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী একরামুল হক চৌধুরীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা করা হয়েছে রেডিও প্রতীকের সমর্থকদের ওপরেও।

এতে ইদ্রিস হোসেন সুমন (৪০) নামে একজন আহত হয়েছে। আহত সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেডিও প্রতীকের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘এখানে একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা কেন্দ্র দখলে নিয়েছে। তারা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘কোনো ভোটার এখন নেই, মানুষজন যারা ভোট দিতে এসেছিল তারা ভয়ে চলে গেছে।’

কাতালগঞ্জ স্কুল কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরো ভোটকেন্দ্রই শূন্য। এখানে কোনো ভোটারের উপস্থিতি নেই।

৪নং বুথে ৩৫৫ জন ভোটার লিস্ট থাকলেও সকাল ১০টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ১টি ভোট পড়েছে। একই কেন্দ্রের ৫ নং বুথে ৩৫৫টি ভোটের মধ্যে মাত্র ১৬টি ভোট পড়েছে।

অপরদিকে কাজেম আলী স্কুল কেন্দ্রেও রেজাউল করিমের এজেন্টকে কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে হাতেগোনা কয়েকজন ভোটারকে দেখা গেছে। বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *