অন্যান্য

করোনা উপসর্গ নিয়ে একদিনে ৩ মৃত্যু জেনারেল হাসপাতালের আইসিইউতে

চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই পুরুষ এবং সবাই পঞ্চাশোর্ধ।

বৃহস্পতিবার (১৮ জুন) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে ১৩ জুন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকার মো. হোসাইন চৌধুরী নামের ৭০ বছর বয়সী একব্যক্তি। তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় মারা যান। একইদিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আবদুল হাকিম নামের ৬০ বছর বয়সী একব্যক্তি। তার বাড়ি আনোয়ারা উপজেলায়। আজ ২টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি। এরআগে গত ১৭ জুন ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবদুল হাকিম। এছাড়া কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকার সুব্রত ধর নামের ৫১ বছর বয়সী একব্যক্তি আজ সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি গত ১৫ জুন হাসপাতালে ভর্তি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

ডা. আব্দুর রব বলেন, জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনব্যক্তির মৃত্যু হয়েছে। তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *