অন্যান্য

করোনা উপসর্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোহাম্মদ শফি নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি কয়েকদিন ধরে জ্বর, কাঁশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩১ মে) দুপুরে হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মোহাম্মদ শফি বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ডাইনিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বখতিয়ার ফকির বাড়ি এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ শফির প্রতিবেশী মো. এরশাদ বলেন, ‘কয়েকদিন ধরে জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট ছিল। তবে করোনা পরীক্ষা করা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *