অন্যান্য

স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা

স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা

সৌদি আরবের সাবেক গোয়েন্দামন্ত্রী হিসাহ আল-মুজাইনির মেয়ে সাদ আল-জাবরি কারাগারে বন্দি স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন।

তিনি মার্কিন টিভি চ্যানেল সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ মানবিক সহায়তা চান।  খবর মিডলইস্ট আইয়ের।

সাদ আল-জাবরি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমার বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা অভিযোগ এনেছেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে আমাদের অনেক স্বজনকে কারাগারে বন্দি রাখা হয়েছে।

তিনি সিএনএনের মাধ্যমে বাইডেনের কাছে পরিবারে কারামুক্তির জন্য সহায়তা চান।

২০১৮ সালে সাদ আল-জাবরি সৌদি থেকে পালিয়ে কানাডায় চলে যান। তিনি বলেন, আমরা অনেক ভয়ের মধ্যে আছি। সৌদি যুবরাজের এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে আমরা শান্তিতে থাকতে পারব না। এখন আমরা চরম নিরাপত্তহীনতায় ভুগছি।

তিনি বলেন, সৌদি সরকার বিনা দোষে সারাহ ও ওমর নামে আমার দুই ভাইবোন এবং স্বামী সালেমকে কারাগারে বন্দি করে রেখেছে।  

কারাগারে তার স্বামীকে নির্যাতন করে হুমকি দিয়েছে সব সম্পত্তি লিখে দিতে। সব কিছু লিখে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে কানাডায় নির্বাসিত সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান মার্কিন গণমাধ্যমকে বলেছিলেন, যুবরাজ ২০১৪ সালে তার চাচা তৎকালীন সৌদি বাদশাহ  আব্দুল্লাহকে হত্যা করতে চেয়েছিলেন।

আরও সংবাদঃ স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন সৌদির সাবেক মন্ত্রীকন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *