অন্যান্য

করোনায় মেয়ের মৃত্যু, সংবাদ শুনে হাসপাতালে মারা গেলেন মা

করোনায় মেয়ের মৃত্যু, সংবাদ শুনে হাসপাতালে মারা গেলেন মা

রাজবাড়ী সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মেয়ে আকলিমা খাতুনের (৬০) মৃত্যুর সংবাদ শুনে মারা গেছেন মা আলিয়া বেগমও।  মঙ্গলবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে। পরে তাদের জানাজা ও দাফন করা হয়েছে একই সঙ্গে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা খাতুনের করোনার উপসর্গ দেখা দিলে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে আকলিমার মা আলেয়া বেগমও রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন করোনার উপসর্গ এবং বার্ধক্যজনিত জটিলতা নিয়ে। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো ছিল।

এদিকে তার মৃত্যু হয় মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। পরে তার মরদেহ নিয়ে আসা হয় রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে। মা আলেয়া তখনো জানতেন না তার মেয়ে আকলিয়া মারা গেছেন। আকলিমার দাফনের ব্যবস্থা করছিল তার পরিবার।  ঠিক তখনই মাকে জানানো হয় মেয়ের মৃত্যুর সংবাদ। এর কিছু সময় পর আলেয়া স্ট্রোক করে মারা যান। এরপর বাড়িতে আনা হয় তার মরদেহটিও। পাশাপাশি কবরে মা-মেয়েকে দাফন করা হয়।

প্রতিবেশী আল মামুন আরজু বলেন, আকলিমা-মোস্তাক দম্পতির কোনো সন্তান ছিল না। খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মোস্তাক। চাকরি থেকে অবসর নেয়ার পরে তারা রায়নগর গ্রামে থাকতেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান জানান, করোনায় আক্রান্ত মেয়ের পরিচর্যা করে করোনার উপসর্গ দেখা দেয় মায়ের শরীরেও। তিনিও চিকিৎসাধীন ছিলেন। মেয়ের মারা যাওয়ার খবর শুনে মাও মারা গেছেন। পরে একসঙ্গে জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।

আরও সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *