অন্যান্য

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

তিন মন্ত্রীর পর এবার করোনায় হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। চিকিৎসার জন্য আজই এভার কেয়ার (সাবেক এপোলো হাসপাতাল) ভর্তি হবেন। আজ বুধবার (১৭ জুন) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মো. আব্দুল লতিফ বকসী বলেন, নমুনা পরীক্ষায় স্যারের করোনা পজিটিভ এসেছে। বিকেলে তিনি রিপোর্ট জানতে পেরেছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুনশি ২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার ওই আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এই মুক্তিযোদ্ধা। পরে ২০১৯ সালের জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ নেন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

প্রসঙ্গত, এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় তার পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *