অন্যান্য

ওসি মহসীনের অনন্য উদ্যোগ ‘আমার ফার্মেসি’: কল দিলেই ওষুধ পৌঁছবে ঘরে

করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কৃত্রিম সঙ্কট এবং অতিরিক্ত দাম ঠেকাতে মানুষের ঘরে ওষুধ পৌঁছে দিবে কোতোয়ালী থানা।

‘আমার ফার্মেসি’ নামে ভ্রাম্যমাণ ওষুধের দোকান খোলার পাশাপাশি মানুষের ঘরে ১৫ শতাংশ কম দামে ওষুধ পৌঁছে দেওয়ার এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ওসি মোহাম্মদ মহসীন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মোমিন রোডস্থ ডিসি দক্ষিণ কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

‘আমার ফার্মেসি’ নামে ভ্রাম্যমাণ ওষুধের দোকান নগরীর গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্ট বসবে। এছাড়াও ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলে বাসায়ও মিলবে প্রয়োজনীয় ওষুধ। সব ওষুধই মিলবে ১৫ শতাংশ ছাড় মূল্যে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, নগরবাসীকে ওষুধের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই আমাদের এই আয়োজন। প্রেসক্রিপশন ছাড়া এবং কোর্সের অতিরিক্ত কোন ওষুধ বিক্রি করা হবে না। মানুষের ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করার পাশাপাশি ওষুধ নিয়ে কারসাজি কমাতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

বিএম রাইডার্স নামে একটি দলের সদস্যরা মোটরসাইকেল নিয়ে এই সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *