অন্যান্য

এস আলমের লাবু ও শহীদুলের রিপোর্ট এলো নেগেটিভ

অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত এস আলম পরিবারের দুই সদস্যের সর্বশেষ ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। এই দুজন হলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু।

ঢাকায় আগের দিন নমুনা নিয়ে শুক্রবার (২৯ মে) রাতে দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন এস আলম পরিবারের ঘনিষ্ঠ সূত্র। পর পর দুবার রিপোর্ট নেগেটিভ এসে তাদের করোনামুক্ত বলে ঘোষণা করা হতে পারে। এদিকে পরিবারের অন্য সদস্যদের দ্বিতীয় দফার পরীক্ষা কবে হবে— সেটি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি ওই সূত্র। তবে চিকিৎসকরা ইঙ্গিত দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে তাদেরও নতুন করে পরীক্ষা করা হবে। তাদের সবার অবস্থাই স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের আরও পাঁচ সদস্যের সঙ্গে শহীদুল আলম এবং আবদুস সামাদ লাবু বর্তমানে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাদের সঙ্গে আরও আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ৮৫ বছর বয়সী চেমন আরা বেগম, ২৬ বছর বয়সী ছেলে আহসানুল আলম মারুফ, ভাই এস আলম গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি এবং তার স্ত্রী ফারজানা বেগম।

গত ২২ মে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা যান।এদিকে নতুন করে এস আলম পরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন সদ্য প্রয়াত মোরশেদুল আলমের ছেলে মাহমুদুল আলম আকিবের স্ত্রী। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে এবং চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি। বৃহস্পতিবার (২৮ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় ২৪ বছর বয়সী এই তরুণী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। গত ২৩ মে তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দেন। সুত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *