ফেসবুকের শত আইডি হ্যাক করে চাঁদাবাজি, পুলিশের জালে সালমান

শতাধিক ফেসবুক গ্রুপ হ্যাক করে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন সালমান মোহাম্মদ ওয়াহিদ।

চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশ বুধবার (২২ জুলাই) গভীর রাতে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার ওয়াহিদ চট্টগ্রামের সদরঘাট কমার্স কলেজ রোডের মোগলটলী এলাকার আবদুল মতিনের ছেলে। সে এলাকায় হ্যাকার হিসেবে পরিচিত।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, মেয়েদের আইডি ও গ্রুপ হ্যাক করে প্রতারণা ও চাঁদাবাজি করে ওয়াহিদ। সে দীর্ঘদিন ধরে শতাধিক আইডি হ্যাক করেছে। তার বিরুদ্ধে নগরের খুলশী থানা ও পাঁচলাইশ থানায় পৃথক দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Comment