অন্যান্য

ইসরাইলি চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখান করছে ফিলিস্তিনি অভিনেত্রী

ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী

ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান ফিলিস্তিনিদের বর্বর নির্যাতন ও জাতিগত শুদ্ধি অভিযান চালানোর প্রতিবাদে ইসরাইলি চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখান করছেন।

ইসরাইলি অস্কার নামে খ্যাত ‘অফির’ অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি অভিনেত্রী। খবর আরব নিউজের।

জুনা সুলাইমান বলেন, আমাদের ভাই-বোনদের ওপর ইসরাইলি বাহিনী যেভাবে শুদ্ধি অভিযান চালাচ্ছে- এ অবস্থায় ইহুদিবাদী দেশটিতে গিয়ে পুরষ্কার গ্রহণ করা রীতিমতো ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল।

ইসরাইলি পরিচালক এরান কোলিরিন পরিচালিত ‘লেট ইট বি মনিং’ নামে ছবিটি অস্কারের জন্য পাঠানো হচ্ছে।
ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান এ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ব্যাপকভাবে প্রশংসিত হয় তার অভিনয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালক এরান কোলিরিন ফিলিস্তিনি অভিনেত্রীর লেখা চিঠি পড়ে সবাইকে শুনান।

এতে ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান লিখেছেন, মানচিত্র থেকে আমার দেশের ছবি একটু একটু করে মুছে ফেলা হচ্ছে। এ অবস্থায় আমি এ অনুষ্ঠানে যোগ দিতে পারি না।

আরও সংবাদঃ ইসরাইলি চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখান করছে ফিলিস্তিনি অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *