আল্লামা শফী সুস্থ হয়ে ফিরলেন মাদ্রাসায়

তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শতবর্ষী প্রবীণ এ আলেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত আমিরের ছোট ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশের শীর্ষ এ কওমী আলেম। পরে তাকে চমেক হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে তিনদিন চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কর্তৃপক্ষ আল্লামা শফীকে ছাড়পত্র দেন।

মাওলানা আনাস বলেন, হুজুরের বর্তমান অবস্থা আগের তুলনায় ভালো। তিনি হাসপাতাল থেকে ফিরে হাটহাজারী মাদ্রাসায় উঠেছেন। এখানেই তিনি অবস্থান করবেন।

প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় শতবর্ষী এ প্রবীণ আলেম দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায়ই ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

গত দেড় মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে দুইবার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয়েছে। সূত্র: যুগান্তর

Leave a Comment