অন্যান্য

মৃত্যুর আগে তওবা-কলেমা পড়ে বলল, আব্বু আমি আর বাঁচব না

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩৭ জনের মধ্যে ২৭ জনই মারা গেছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৯ জনই সংকটাপন্ন। এদিকে, এ ঘটনায় দুপুরে বার্ন ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন চকবাজারে অগ্নিকাণ্ডে স্বজনহারারা।

স্বজনদের আহাজারি আর বুকফাটা আর্তনাদে কেঁপে উঠছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট। সেখানে কান্না চলছে গার্মেন্টসকর্মী ইমরানের জন্য। যার মৃত্যু পুরো পরিবারকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার অন্ধকারে।

বাবা বলেন, মরণের আগে তওবা-কলেমা পড়ল, এরপরে বলেছে আব্বু আমি আর বাঁচবো না…। সেই আমার ছেলেকে মাটি দিতে হবে…।

নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে দগ্ধ বাকিরাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। স্বজনের পোড়া ক্ষতের যন্ত্রণা তারাও উপলব্ধি করছেন প্রতি মুহূর্তে। এখন কেবল তার ফিরে আসার প্রতীক্ষা আর প্রার্থনা। তবে একজনের সুস্থ হয়ে ওঠা কিছুটা আশার আলো দেখাচ্ছে।

এদিকে, নারায়ণগঞ্জে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে দুপুরে বার্ন ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন চকবাজারে অগ্নিকাণ্ডে স্বজনহারারা।নারায়ণগঞ্জ বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানানো হয় মানববন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *