ফেনীতে অপহৃত স্কুলছাত্রী ১৭ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

ফেনীর সোনাগাজীতে অপহৃত স্কুল ছাত্রীকে ১৭ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের হোতা ও মামলার প্রধান আসামি নূরেরজামান আত্মগোপনে রয়েছে।

তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার (০৬ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের সহযোগিতায় সোনাগাজী মডেল থানার এসআই মো. আনোয়ার হুসেনের নেতৃত্বে বায়েজিদ থানা এলাকার চন্দনগর জেট আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে ফেনী জেনারেল হাসপাতালে ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

স্কুল ছাত্রীর পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় ওই এলাকার দীঘির পাড়ের বাসিন্দা নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মক্তবের শিক্ষক নূরেরজামান প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ ডিসেম্বর ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়।

এ বিষয়ে অপহৃতের পিতা আবুল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Comment