চট্টগ্রামে ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ভবন ধসে ৫ শ্রমিক আহত

ফোর এইচ গ্রুপের একটি গার্মেন্টসের নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে শ্রমিককের উপর। কারখানার ছাদ ঢালাইয়ের সময় এ ঘটনা ঘটে। এতে আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার হাটহাজারী সড়কে কুলগাঁও বালুচড়া এলাকার ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এই ঘটনায় অনেক শ্রমিক আহত হন। আহতদের কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসা চলছে। তারমধ্যে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‌‌’দুপুরের দিকে ফোর এইচ গ্রুপের নির্মাণাধীন গার্মেন্টস বিল্ডিং ধসে পড়ে। এই ঘটনায় অনেকেই আহত হয়, এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় গুরুতর আহত দুইজন ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে কারখানার ভেতরে।’

তিনি বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি এবং আমাদের পুলিশ ফোর্স মেডিকেলে আহতদের নিয়ে গেছেন।’

Leave a Comment