অন্যান্য

ভাতিজির চিকিৎসা করাতে গিয়ে ঢাকায় লাশ হলেন ফটিকছড়ির সোলেমান

ঢাকায় অগ্নিদগ্ধ ভাতিজির চিকিৎসাকালীন দেখাশুনা ও সেবা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফটিকছড়ি পৌরসভার হত দরিদ্র মো. সোলেমান (৪৭)। ঢাকার গুলশান-২ নতুন বাজার এলাকায় পিকআপের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় গুলশান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে।

নিহত সোলেমান ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের রুস্তম খাঁ চৌধুরী বাড়ির মরহুম কবির আহমদের পুত্র। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত সোলেমানের ভাতিজি খায়রুনেছা অগ্নিদগ্ধ হলে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গত ১৯ অক্টোবর ভর্তি করা হয়। ভাতিজির সেবার জন্য নিহত সোলেমানকে ঢাকায় থাকতে হয়েছে। তার ভাতিজি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে, সোলেমানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত সোলেমান ৩ সন্তানের জনক। তার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *