অন্যান্য

আফগানিস্তানের গোপন দলিল এখন পাকিস্তানের হাতে!

আফগানিস্তানের গোপন দলিল এখন পাকিস্তানের হাতে!

মার্কিন বাহিনী আফগানিস্তানে বহু বছর ধরে কয়েকশ মিলিয়ন ডলার ব্যয় করে এবং সামরিক জোটের অন্য সদস্যরা দেশটির জনগণের একটি গোপন ডিজিটাল ডাটাবেজ তৈরি করেছিল।

তালেবান আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর দেশটির সাবেক সরকারের এ গোপন তথ্যভাণ্ডার হাতিয়ে নিয়েছে।

বর্তমানে এ গোপন ডিজিটাল ডাটাবেজ তালেবান পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে।  খবর নিউজ উইকের।

মানবিক ত্রাণ দেওয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর তিনটি সি-১৩০ বিমান। আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে বিমানগুলো কাবুল ত্যাগ করে।

 এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

তবে এ খবরের সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে পাকিস্তানের গোয়েন্দা সেনা সংস্থা আইএসআই।

আফগান গোয়েন্দা সংস্থা বা এনএসডির এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্কসহ অন্য ডিজিটাল ডাটাবেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *