আনোয়ারায় মাছ তাজা দেখাতে মেশানো হচ্ছিল বিষাক্ত রং

সামুদ্রিক মাছকে তাজা দেখাতে মেশানো হচ্ছে বিষাক্ত কাপড়ের রং। কাপড়ে ব্যবহৃত রং পানিতে মিশিয়ে তাতে চুবিয়ে বিক্রির জন্য রাখা হয় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।

চট্টগ্রামের আনোয়ারায় মাছের বাজারে অভিযান চালিয়ে ভেজাল রঙ মিশানোর দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরীর আদালতে এ জরিমানা করা হয়।

এসময় মৎস্য কর্তকর্তা মোহাম্মদ এনামুল হক, আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বাজারের বিভিন্ন প্রজাতের মাছ গুলোকে তাজা রাখার জন্য ও খাদ্যদ্রব্যে বিষাক্ত রঙ মিশিয়ে বিক্রি করার দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment