অন্যান্য

অবশেষে নায়ক ছুটে এলেন নায়িকা পরীকে বাঁচাতে

অবশেষে নায়ক ছুটে এলেন নায়িকা পরীকে বাঁচাতে

আদালত নায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (১৩ আগস্ট) এ নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল।

মুজিবর রহমান ঢালিউডের এ নায়িকার মামলার প্রধান আইনজীবী। ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা হলেন মুজিবর রহমানের নেতৃত্বে আট সদস্যের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম।

চিত্রনায়ক আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়কের কাজ হলো নায়িকার পাশে দাঁড়ানো। সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি এক রকম তৃপ্তিরও।

আমান রেজা আরও বলেন, আমি এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় লড়েছি। আদালতে দাঁড়ানো শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি এক রকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে। ঢাকার বাইরে থাকায় পরীমণির শুনানির প্রথম দিন আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।

শুক্রবার পরীকে আদালতে হাজির করা হয় দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। অপরদিকে পরীমণির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমনিকের কারাগারে পাঠানোর আদেশ দেন জামিন আবেদন নামঞ্জুর করে। এরপর কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় পরীকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পরীমণিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *