ফেনী শহরের মেডিল্যাব হাসপাতাল, উত্তরা হাসপাতাল ও সোনালী ডায়াগনস্টিক সেন্টারকে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিযানে নানা নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএআর মাসুদ রানা ।
আরো পড়ুন: সেহেরি-তারাবিতে বিদ্যুতের সঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
ডা: এসএআর মাসুদ রানা জানান, অভিযানে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩টি হাসপাতালকে আগামী ৭ দিনের মধ্যে অনিয়ম সংশোধনের নির্দেশ দেয়া হয। অন্যথায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযানে মেডিকেল অফিসার ডা: মোমিনুল ইসলাম খান, ডা: রাশেদুল হাসান ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো: ইমরান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।