অন্যান্য

পটিয়ায় ২ ইউনিয়ন ও পৌরসভার ১ ওয়ার্ড লকডাউন

পটিয়ায় করোনা আক্রান্ত হয়ে প্রতিবন্ধী শিশুর মৃ- ত্যু- র পর উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ডের কিছু এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) সকালে এসব এলাকা লকডাউন ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা।

এ বিষয়টি নিশ্চিত করে ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, ‘পটিয়া উপজেলার সকলের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া, খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি ও পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৪ দিন পর্যন্ত এ স্পটগুলো লকডাউনের আওতায় থাকবেন।’

তিনি আরও বলেন, ‘লকডাউন চলাকালে সবাইকে ঘরে থাকতে হবে। এ বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পাশাপাশি পুলিশ, গ্রাম পুলিশ ভূমিকা রাখবে।’

এর আগে রোববার রাত আড়াইটায় পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমান পাড়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয় প্রতিবন্ধী এক শিশু। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শিশুটির মৃ, ত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *