চট্টগ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘সুমিষ্টা রায়’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর গ্রামে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ২৭ বছরের সুমিষ্টা রায় যার বর্তমান নাম ফাহিমা জান্নাত।

গত বুধবার (১২-০৮-২০ইং) সকালে সিনিয়র চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম কোহিনুর আকতার এর নিকট হাজির হয়ে হলফনামা মূলে সুমিষ্ঠা রায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামি বিধি বিধান মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হলফনামা অনুযায়ী তার পূর্ববর্তী নাম সুমিষ্টা রায় এর পরিবর্তে বর্তমানে ফাহিমা জান্নাত লিপিবদ্ধ করা হয়েছে।

জানা যায়, ইসলাম ধর্মীয় শিক্ষায় অনুপ্রানিত হয়ে সে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর একান্ত এক সাক্ষাতে ফাহিমা জান্নাত মানব বার্তা কে যা বললেন তা হুবুহ তুলে ধরা হলঃ

আমি “সুমিষ্টা রায়” বর্তমান নাম “ফাহিমা জান্নাত” দয়াময় আল্লাহতায়ালা ও তাঁর মহান রাসুল শেষ নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনিয়া ইসলামের মুল নীতি ও প্রকৃত আদর্শ ভিত্তিক জীবন ধারায় আকৃষ্ট হয়ে গত ১২ই আগষ্ট ২০২০ চট্টগ্রাম জেলা আদালতে উপস্হিত থেকে কারো প্ররোচনা ব্যতীত স্বেচ্ছায়, সজ্ঞাতে হলফনামা অনুযায়ী পবিত্র কলেমা শরীফ পাঠ করে ধর্ম পরিবর্তন ও নাম পরিবর্তন করলাম।এখন হতে আমি ফাহিমা জান্নাত হিসাবে সবার কাছে পরিচিত হব। সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Comment