চট্টগ্রামের টেরীবাজারে কাপড়ের দোকানের এক কর্মচারীর পুলিশ হেফাজতে মৃ, ত্যু হয়েছে। স্বজনরা পিটি, য়ে মারার অভিযোগ করলেও অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় এস আই কামরুলসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
মৃ, তের স্বজন ও অন্য দোকানদাররা জানান, দীর্ঘদিন ধরে টেরীবাজারের কাপড়ের দোকানগুলো বন্ধ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বেতন পরিশোধ ও মালামাল গোছাতে দোকান খোলা হয়। হঠাৎ করে কোতয়ালি থানার বক্সিরবিট পুলিশ ফাঁড়ির এসআই কামরুল এসে দোকানের কর্মচারীদের মারধর শুরু করেন। পরে দুই কর্মচারীকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানান আরেক কর্মচারী নিখিল। এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন আট, ককৃত গিরিধারী চৌধুরী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ, ত ঘোষণা করেন।
সিএমপি’র উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে। এছাড়াও তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।