চট্টগ্রামে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে এক ব্যবসায়ীকে আ’টক করেছে র্যাব। আ’ট’ককৃত ব্যবসায়ী কামরুল হাসান রুমি (৩৯) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা নিয়ে গু’জব ছড়াচ্ছিল বলে র্যাবসূত্রে জানা গেছে। নগরীর কোতোয়ালী থানার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাকে আট’ক করা হয়।
আ’টক কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে। তিনি হালিশহর জি ব্লকের বাসিন্দা। তিনি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের মালিক বলে র্যাব জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে গু’জব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি নামে একজনকে আ’টক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাহামুদুল হাসান মামুন। এদিকে র্যাব-৭ অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, কামরুল হাসান রুমি তার ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করেন। বিষয়টি নজরে আসলে তাকে আ’টক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।