ফেনী ফুলগাজীতে অ্যাসিডে ঝলসে দিলো গৃহবধূর শরীর

ফেনী ফুলগাজীতে অ্যাসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর

ফেনীর ফুলগাজীতে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর স্বজনদের বিরুদ্ধে। উপজেলার দরবারপুর ইউনিয়নে রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নির্যাতিত গৃহবধূর বোন জানান, বাকপ্রতিবন্ধী গৃহবধূকে গ্রামের বাড়িতে রেখে রোববার সকালে তিনি ও তার মা ফেনীতে নারী-নির্যাতনবিরোধী কর্মসূচিতে যোগ দিতে ফেনী আসেন। কর্মসূচি শেষে তারা খবর পান স্বামীর পক্ষের মিনার ও তারেক ঘরের জানালা দিয়ে তাকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

তারেক ওই গৃহবধূর স্বামীর ফুফাতো ভাই ও মিনার তার ভাগ্নে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফুলগাজী থানার ওসি আবু তাহের বলেন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। ৭ আগস্ট চিকিৎসার নামে ফেনীর পরশুরামের শ্বশুরবাড়িতে সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় চিকিৎসার নামে গৃহবধূকে নির্যাতন করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৃহবধূ বাকপ্রতিবন্ধী হয়ে পড়েন।

আরও সংবাদঃ ফেনী ফুলগাজীতে অ্যাসিডে ঝলসে দিলো গৃহবধূর শরীর।

Leave a Comment