ফেনীতে জামাল ব্রেডে বাসী কেক, ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

ফেনীতে কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানের অর্থদন্ড।

ফেনীতে বৃহস্পতিবার তিন প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা করেছে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন জানান, ওইদিন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযানে বের হয়। এ সময় শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জামাল ব্রেড, হেলাল ব্রেড কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদন করায়, পণ্যের মূল্য তালিকা না থাকায় জামাল ব্রেডকে ১০ হাজার টাকা, হেলাল ব্রেডকে ৫ হাজার টাকা, মহিপালে ফুড গার্ডেন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামী ৭ দিনের মধ্যে সকল অনিয়ম দূর করতে সময় দিয়ে সতর্ক করা হয়। জামাল ব্রেডে বাসী কেক ধ্বংস করা হয়।

Leave a Comment