অন্যান্য

ফটিকছড়িতে ১০ টাকার সরকারী চাল গোপনে বিক্রি, ডিলারসহ আ টক ৩

ফটিকছড়িতে সরকারের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল গোপনে বিক্রির সময় ১২০কেজি চাল জব্দ করা হয়েছে। এ সময় ডিলার সহ তিনজনকে আ টক করেছে প্রশাসন।

শুক্রবার (১৭এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে চালসহ তাদের হাতে-নাতে আ টক করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন। আ. টককৃতরা হলেন- ধর্মপুর ইউনিয়নের ওএমএস’র ডিলার বাবুল,তার কর্মচারী খোকন ও চাল ক্রেতা কবির।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন জানান, সরকারের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৪বস্তা চাল বাজারে বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার ওসি বাবুল আকতার সহ আমরা গিয়ে ঘটনাস্থলে সরকারী কার্ডধারী নয় এমন লোকের কাছে চাল বিক্রির সত্যতা পাওয়ায় ডিলার সহ আরো ২জনকে আট ক করে চালের গোডাউন সিলগালা করা হয়।

এ ঘটনায় থানায় নিয়মিত মা মলা রুজু করার জন্য বলা হয়েছে। এছাড়া খাদ্য বিভাগ ডিলারশিপ বাতিল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *