খেলাধুলা

জয়-শান্তর হাফ সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

মাউন্ট মঙ্গুনুইতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২৮ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে ১৭৫ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা পিছিয়ে আছে ১৫৩ রানে।

বাংলাদেশের ইনিংসে দেখেশুনে শুরু করেছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। যদিও পানি পানের বিরতির শেষে নেইল ওয়েগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে ২২ রান করে ফিরে যান সাদমান।

এর আগে একবার জীবন পান সাদমান। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শেষ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। যদিও সেই বল অল্পের জন্য মুঠোবন্দি করতে পারেননি টিম সাউদি।

সাদমান ফিরে গেলে শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখার দিকে মনোযোগ দেন জয়। এই দুজনের ব্যাটে ভর করে এক উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। জয় ধীর স্থীর খেললেও ৫০ এর ওপরে স্ট্রাইক রেটে খেলে মাত্র ৯০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। রাচীন রবিন্দ্রকে কাউ কর্ণার দিয়ে ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছান এই ব্যাটার।

শান্ত-জয়ের ১০৪ রানের জুটি ভাঙেন ওয়েগনার। শান্তর হাফ সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। ক্যারিয়ারে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি।

কিউই এই পেসারের ফুল লেংথ ডেলিভারিতে ইয়াংকে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। বিদায় নেয়ার আগে তিনি করেন ৬৪ রান ১০৯ বলে। জয় ৭০রান করেন ২১১ বলে ও অধিনায়ক মুমিনুল হক ২৭ বলে ৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।

এর আগে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতেই কিউই শিবিরে আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তিনি ৪ রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান সাদমানের ক্যাচ বানিয়ে।

এই টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে থার্ড স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কাইল জেমিসন। তিনি মেহেদী হাসান মিরাজের বলে লং অনে ধরা পড়েন সাদমানের হাতে।

এরপর নিজের ৩১তম ওভার করতে এসে জোড়া উইকেট তুলে নিয়েছেন মিরাজ। ৬ রানে টিম সাউদিকে মিড উইকেটে মুমিনুল হকের ক্যাচ বানানোর পর নেইল ওয়েগনারকে শূন্য রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।

একপ্রান্ত আগলে রাখা হ্যানরি নিকোলস ৭৫ রানে মুমিনুল হকের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন সাদমানের হাতে। এর ফলে ৩২৮ রানে থামে কিউইদের ইনিংস।

প্রথম দিন এই ম্যাচের সেঞ্চুরিয়ার ডেভন কনওয়েকেও ফিরিয়েছিলেন মুমিনুল। এবার প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নিকোলসকেও আউট করলেন তিনি।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *