অন্যান্য

ছেঁড়াদ্বীপের মত সেন্টমার্টিনেও পর্যটক সীমিত করার দাবি

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ অংশে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সেন্টমার্টিনে ছয় ধরনের কার্যক্রম বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা।

তাদের দাবি, দ্বীপটিকে রক্ষায় সেন্টমার্টিনেও পর্যটক গমন সীমিত করার। আর নির্দেশনা কঠোরভাবে কার্যকরের মাধ্যমে সেন্টমার্টিনের সামুদ্রিক প্রবাল এবং জীব-বৈচিত্র্য রক্ষা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সেন্টমার্টিনের দক্ষিণে ছোট ছেঁড়াদ্বীপ। নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি দ্বীপটি। প্রায় তিন বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাল, পাথর, ঝিনুক, শামুকের খোলস, চুনাপাথর। যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। তাই সেন্টমার্টিন থেকে ট্রলারে করে আধঘন্টার পথ পাড়ি দিয়ে অনেকেই ছুটে যান নির্জন এ দ্বীপে।

কিন্তু পর্যটকদের পদচারণায় ক্ষতি হচ্ছে সামুদ্রিক জীবিত প্রবাল ও জীব-বৈচিত্র্যের।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *