চট্টগ্রামে শেভরনও পেল বিদেশগামীদের করোনা পরীক্ষার অনুমতি, সারাদেশে আরও ২০

বিদেশগামীদের করোনাভাইরাসমুক্ত (কোভিড-১৯) সনদ দিতে আরও ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে একটি চট্টগ্রামের। এসব প্রতিষ্ঠানে আরটি-পিসিআর ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা।

চট্টগ্রামে বর্তমানে শুধু ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হয়ে আসছিল। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে এর পাশাপাশি চট্টগ্রামের পাঁচলাইশের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডেও করোনার নমুনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা।

শনিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মতামতের পরিপ্রেক্ষিতে ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবকে কোভিড পরীক্ষা করে সনদ প্রদানের অনুমতি দেওয়া হয়েছে।

এ পর্যন্ত সবমিলিয়ে সরকারি-বেসরকারি মোট ৪৭টি প্রতিষ্ঠানকে নমুনা পরীক্ষার পর বিদেশগামীদের করোনাভাইরাসমুক্তির সনদ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামের শেভরন ছাড়া বাকি প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবগুলো হলো— ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, পরিবাগে নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, আবদুল্লাহপুরে আইচি হাসপাতাল, মিরপুরে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মিরপুরে আলোক হেলথ কেয়ার লিমিটেড, শ্যামলীতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড।

ঢাকায় আরও রয়েছে শান্তিনগরে বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম পান্থপথে ডিএনএ সল্যুশন লিমিটেড, সোবহানবাগে বায়োমেড ডায়াগনস্টিক, রামপুরায় ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ, পান্থপথে বিআরবি হসপিটাল লিমিটেড, তেজগাঁওয়ে সিএসবিএফ হেলথ সেন্টার, মালিবাগ মোড়ে প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, উত্তর বাড্ডায় প্রেসক্রিপশন পয়েন্ট, মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বিআইএইচএস

এছাড়া রয়েছে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের উপশহর পয়েন্টে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার এবং কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *