অন্যান্য

চট্টগ্রামে করোনামুক্তির আশা দেখিয়ে কেমিক্যাল বিক্রি করছে এমএলএম কোম্পানি

চট্টগ্রামে এমএলএম ব্যবসার চোখ পড়েছে এবার করোনার ওপরে। করোনা রোগ থেকে মুক্তির নামে রীতিমতো জমজমাট ব্যবসা ফেঁদে বসেছে এমএলএম প্রতিষ্ঠানগুলো। ওষুধের নামে নানা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তরুণ-তরুণী থেকে বয়স্ক নারী-পুরুষের শরীরে ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো’র লোভ দেখানো হচ্ছে। অনেকেই আবার তাদের ফাঁদে আটকে সেসব ক্ষতিকর কেমিক্যাল খাচ্ছেনও। তাদের দিয়ে আবার ‘মার্কেটিং’ও করা হচ্ছে।

সোমবার (২২ জুন) দুপুর ২টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার আইকন টাওয়ারের সপ্তম তলায় এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামের এমএলএম প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উঠে আসে প্রতারণার চমকপ্রদ কাহিনী।

জানা গেছে, কথিত ‘আন্তর্জাতিক মানের ওষুধ’ বিক্রি ও নতুন সদস্য ভর্তি করে টাকা আয়সহ নানান লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে তরুণ-তরুণীরা ৭ হাজার টাকায় ভর্তি হয় এমএলএম প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। সেখানে ভাড়ায় খাটা কথিত মার্কেটিং অফিসারদের আকাশকুসুম গল্প শুনে ফাঁদে আটকা পড়েন উঠতি বয়সি তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন। কম সময়ে ধনী ও রোগমুক্তির উদ্দেশ্যে এখানে ভর্তির পরই নতুন সদস্য সংগ্রহ ও নানা ওষুধ বিক্রির জন্য করতে হয় দৌঁড়ঝাপ।

জানা গেছে, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে হঠাৎ করে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার, ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল নামক যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদরোগ কমানোর নানা ‘ওষুধের’ চাহিদা বেড়ে যায়। প্রতিদিন পরিবারের বয়স্কদের পাশাপাশি কম বয়সীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এসব ভেজাল ও ক্ষতিকর ওষুধ কিনতে ভিড় জমাচ্ছেন। এসব ভেজাল ওষুধ সেবনে মানুষ আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া ওষুধের পাশাপাশি রয়েছে নানা ধরনের ‘কসমেটিক’ও।

অভিযানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এমএলএম পদ্ধতিতে নানা ক্ষতিকর ওষুধ ও কসমেটিকস বিক্রি করলেও কোন ধরনের লাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় ২ লাখ টাকার ওষুধ ও প্রতিষ্ঠানটির কাগজপত্র জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘করোনার সময় মানুষ যখন আতঙ্কিত, তখন এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামের এমএলএম প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ওষুধ বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দুই লাখ টাকার ওষুধ ও কাগজপত্র জব্দ করা হয়েছে। কাগজপত্র দেখে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *