চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃ, ত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায়  নাইমুল হক (৩৫) নামে প্রথম এক পুলিশ কনস্টেবলের মৃ, ত্যু হয়েছে।  চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ, ত্যু হয়।

শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ, ত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

তিনি জানান, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাইমুল হক। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।

মৃ, ত নাইমুলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৪৮ জন। এদের মধ্যে সিএমপির ৪৪ জন, শিল্প পুলিশের তিন জন এবং র‌্যাবের একজন।

Leave a Comment