অন্যান্য

চট্টগ্রামে অসহায় মানুষদের পাশে “তারুণ্যের সংশপ্তক”

অর্ণব দাশঃ করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে দেশের গরীব ও দুস্থ জনসাধারনের মাঝে ত্রাণ বিতরনের মাধ্যমে মানবতার পরিচয় দিতে এগিয়ে আসে বৃহত্তর চট্টগ্রামের “তারুণ্যের সংশপ্তক” সংগঠনটি।ত্রাণ বিতরণের পাশাপাশি সিয়াম সাধনার এই রোজার মাসের শুরু থেকেই তাঁরা ইফতার সামগ্রী ও সেহেরির খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম ও শুরু করে।

এই প্রসঙ্গে সংগঠনটির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক দীপ্ত ভট্টাচার্য্য প্রথম কন্ঠ কে বলেন,”আমাদের প্রিয় সংগঠন “তারুণ্যের সংশপ্তক” হতে গত ২০-২৫ দিন ধরে অর্থাৎ মহামারীর শুরু থেকেই নিম্নবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে ধাপে ধাপে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে যোগ করেছি প্রতি রোজায় রাস্তায় বসবাসরত দারিদ্র্য মানুষ, যারা অর্থের অভাবে ঠিকমতো সেহেরি খেয়ে রোজা রাখতে পারেনা, তাদের জন্য পুরো রমজান মাসব্যাপী সেহেরি বিতরণ কার্যক্রম। আমাদের এই কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।পাশাপাশি বিত্তবানদের অনুরোধ করবো তাঁরাও যেন এই পরিস্থিতিতে গরীব ও দুস্থ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *