অন্যান্য

গার্মেন্টস কারখানা খোলার বিষয়ে সরকারের চিন্তা ভাবনা জানালেন প্রতিমন্ত্রী

গার্মেন্টস কারখানা খোলার বিষয়ে সরকারের চিন্তা ভাবনা জানালেন প্রতিমন্ত্রী। সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে সরকারের এখন পর্যন্ত কোনো চিন্তা-ভাবনা নেই।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আমরা গার্মেন্টস ও রপ্তানীমুখী কলকারখানা বন্ধ রেখেছি, ফলে প্রতিদিন লাখ লাখ মানুষের রাস্তায় সমাগম হচ্ছেনা।

এছাড়াও কেউ অপ্রয়োজনে রাস্তায় বের হলে পড়তে হচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর কবলে।

ফরহাদ হোসেন বলেন, আইন অমান্য করে কিছু কিছু পোশাক-কলকারখানা খোলার কথা শুনেছি, আমরা খোজ খবর নিয়ে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রতিমন্ত্রী বলেন, আমাদেরকে এসময়ে কঠোর বিধিনিষেধ মানতে হবে। আজকের কেবেনেটে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষ কোন নির্দেশনা দিয়েছে কিনা এমন বিষয় জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, করোনা যে কঠিন আকার ধারণ করছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কঠিন সময় পার করছি, এসময় একটা ব্রেক দরকার, আমরাও বিধিনিষেধের কঠিন একটি প্রজ্ঞাপন জারি করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের সংক্রমণ কমানোর জন্য ব্রেক প্রয়োজন। ব্রেকটার জন্য যা উপযুক্ত কৌশল, তা হচ্ছে বিধিনিষেধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *