অন্যান্য

চট্টগ্রামে শোকসভায় আওয়ামী লীগের দু’পক্ষে গোলাগুলি

চট্টগ্রামে শোকসভায় আওয়ামী লীগের দু’পক্ষে গোলাগুলি

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে  আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় যে উক্ত সংঘর্ষে ৪জন আহত হয়

সোমবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার হাশিমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষটি হয়।  আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া যায়।  তারা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লোকমান হাকিম ও যুবলীগ নেতা নুরুল আমিন। দীর্ঘক্ষন ধরে  কমিউনিটি সেন্টারে ভাঙচুর ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরম্ন হয়। এতে সভাপতিত্ব করেন হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক বাবুল ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। 

অনুষ্ঠান শেষে সভাপতি মাহমুদুল হক বাবুল বক্তব্য দেয়ার সময় ইউনিয়নটির পদবঞ্চিত ছাত্রলীগের নেতারা হামলা চালায়। এতে দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *