অন্যান্য

আবারও দেয়া হতে পারে লকডাউন

আবারও দেয়া হতে পারে লকডাউন।

আগামী ১০ই আগস্ট শেষ হতে চলেছে কঠোর লকডাউন। এরপর ১১ আগস্ট থেকে ললডাউন শিথিল করা হচ্ছে। খুলে দেওয়া হচ্ছে শপিং মল,দোকানপাট ও গনপরিবহন। তবে কি এবার লকডাউন শেষ হচ্ছে?  সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর বলেন, মানুষের জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করেছে তবে আবার হয়তো দেয়া হতে পারে কঠোর লকডাউন।

সোমবার (৯আগস্ট)দুপুরে তেজগাঁও সড়ক ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার  জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এ কথা জানান। তিনি জানান,পরিস্থিতি বিবেচনা করে হয়তো আবার দেয়া হবে লকডাউন।

আগামী ১১ আগস্ট প্রঙ্গাপন জারি করেছে সরকার।সেখানে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেয়া হবে। ৮ আগস্ট রোববার এই প্রঙ্গাপন জারি করেন মন্ত্রীপরিষদ থেকে। তবে গাড়ি চলবে স্বাভাবিকের চেয়ে অর্ধেক।দোকান,শপিং- মল, ব্যাংক,সরকারি- বেসরকারি অফিস,আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে।

চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন। সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে সতর্ক হতে হবে।

প্রত্যেকে যাতে মাস্ক পরে আমরা সেটাই নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *