স্বাস্থ্য ও রুপচর্চা

১৮ বছরের মে’য়েকে বি’য়ে করলে আপনি যেসকল বাড়তি সু’বিধা পাবেন!!

খুব বেশি আগের কথা নয়, এই দশক শুরুর অনেক আগে থেকেই আমাদের দেশে বাল্যবিবাহ প্রচলিত। বর্তমানেও যে এই অবস্থার খুব একটা উন্নতি হয়েছে তাও জো’র গ’লায় বলা যাবে না।

জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেধে দেয়া যে আঁটটি লক্ষ্যমাত্রা(শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ ইত্যাদি) ছিল তার অধিকাংশ লক্ষ্যমাত্রাই বাংলাদেশ অর্জন করতে সমর্থ হয়েছে(অনেক ক্ষেত্রে

কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় নি। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে, শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর প্রা’প্তব’য়স্ক পুরু’ষেরাই অপ্রা’প্তব’য়স্ক না’রীদের বিয়ে করে থাকে কিন্তু বিস্ময়কর ত’থ্য হল অপ্রা’প্ত ব’য়স্ক না’রীদের বিবাহের হার উচ্চবিত্ত থেকে নিম্ন-মধ্যবিত্ত সর্বত্রই প্রায় সমান।

একটি পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে ৬৬% মে’য়েদের ১৮ বছর হওয়ার হবার পূর্বেই বিয়ের পিড়িতে বসতে হয়! কিন্তু পুরু’ষেরা কেন তাদের চেয়ে কম ব’য়সী মে’য়েদের সাথেই বিবাহ বন্ধ’নে আবদ্ধ হয় তা কি আমরা ভেবে দেখেছি? চলুন খুঁজে বের করি কারনগুলো-

১। ভবি’ষ্যৎ নিরাপত্তা-পুরু’ষদের একটি বদ্ধমূ’ল ধারণা যে, তারা যখন বৃ’দ্ধ হয়ে যাবে তখন তাদের পরিচর্যা করবার মত কেউ থাকবে না। এমনকি স’ন্তানেরাও তাদের পরিচর্যা করতে অস্বীকৃতি জানাতে পারে।তাই, কম ব’য়সী স্ত্রীই এই সমস্যার সমাধান। তাদের ধারণা স্ত্রী রা তাদের যথাযথ পরিচর্যা করতে কখনই অস্বীকৃতি জানাবে না।

২। অস্বস্তিবোধ-বিস্ময়কর হলেও সত্যি, পুরু’ষেরা তার সমব’য়সী মে’য়েদের সাথে সম্প’র্ক স্থাপনে অস্বস্তিবোধ করে। পুরু’ষের সমযোগ্যতা সম্পন্ন না’রীদের নি’য়ন্ত্রণ করা সম্ভব না- এই ধারণাই পুরু’ষকে তার চেয়ে অনেক কম ব’য়সী না’রীকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে।

৩। আধিপত্য-সমাজবিজ্ঞানীদের মতে, পুরু’ষেরা সর্বত্র আধিপত্য বিস্তারে অভ্যস্ত। আর তাদের এই আধিপত্য বিস্তারের যে চর্চা তার বৃত্ত থেকে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরাও বাদ যান না।

আর আমাদের পুরু’ষ শাসিত সমাজে স্ত্রীদের উপর স্বা’মীদের আধিপত্য বিস্তার অত্যন্ত স্বাভাবিক একটি ঘ’টনা। তাই, অল্প ব’য়সী মে’য়েদের সাথে বিবাহ বন্ধ’নে আবদ্ধ হতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

৪। কুঁড়িতেই বুড়ি-আমাদের দেশে পুরু’ষেদের সামাজিক ও অর্থনৈতিক সচ্ছলতা লাভ করতে করতে ব’য়স প্রায় ৩০ এর কোঠায় গিয়ে পৌঁছে। আর আমাদের সমাজের প্রচলিত ধারণা যে, মে’য়েরা কুঁড়িতেই বুড়ি হয়ে যায়। তাই, স্বাভাবিকভাবেই স্বা’মী ও স্ত্রীর ব’য়সের ব্যবধান আমাদের সমাজে অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *