১০ আইসিইউ বেড যুক্ত হলো চট্রগ্রাম জেনারেল হাসপাতালে

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নন-কোভিড (সাধারণ) ইউনিটে ভেন্টিলেটর ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ডা. হাসান শাহরিয়ার কবীর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মো. আবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. বিজন বিশ্বাস,ডা. শিমুল রওশন আরা, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী), সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. রওশন আরা, সহকারী পরিচালক ডা. মনোয়ার হোসেন, কনসালট্যান্ট (এ্যানেস্থেসিয়া) জুনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. নারগিস আকতার, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ, জুনিয়র কনসালট্যান্ট ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদী প্রমুখ, ডা. মো. সাজ্জাদ হোসেন, কনসালট্যান্ট (এ্যানেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ, জুনিয়র কনসালট্যান্ট ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদী প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বর্তমানে করোনার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালে রোগীর সংখ্যাও কমেছে। জেনারেল হাসপাতালে মোট ১৮টি আইসিইউ বেড রয়েছে। এ বেডগুলো করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর জন্য ব্যবহার হতো। ফলে আইসিইউ’র অধিকাংশ বেড শূন্য। কিছু কিছু নন-কোভিড রোগীর আইসিইউ বেড জরুরি।

এ বিষয়টি বিবেচনায় এনে এখন থেকে ১০টি আইসিইউ বেডে নন-কোভিড জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৮টি আইসিইউ বেড কোভিড ইউনিটে থাকছে।

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি জানান, জেনারেল হাসপাতালে ১৮টি আইসিইউ বেডের পাশাপাশি ৬টি এইচডিইউ বেড রয়েছে। সেগুলোকে আইসিইউ সুবিধায় যুক্ত করা হচ্ছে, যা করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার হবে। কখনো করোনা পরিস্থিতির অবনতি হলে বা প্রয়োজন হলে সবকয়টি আইসিইউতে পুনরায় করোনার রোগীর চিকিৎসা দেওয়া হবে।

Leave a Comment