অন্যান্য

ভয়ে আসেনি পরিবারের কেউ, সেবা দিতে এগিয়ে এল অচেনা মানুষ

৬৫ বছর বয়সী বৃদ্ধা ছালমা খাতুন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ১১ জুন করোনামুক্ত হলেও গত ৩ দিনে ভয়ে তাকে নিতে আসেনি পরিবারের কেউই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এজন্য তার দুই ছেলেকে কাঠগড়ায় তোলা হলেও বিস্তারিত জানতে গিয়ে উঠে এলো ভিন্ন তথ্য। ছালমা খাতুনের পরিবারের মূল পরিচালকের দায়িত্ব পালন করা ছোট ছেলেও অসুস্থ হয়ে হাসপাতালে। অন্যদিকে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বড় ছেলে লকডাউনে থাকায় এমনটি ঘটেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছালমা খাতুনকে বাসায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন তার ছেলেরা। হাসপাতাল থেকে তাকে বাসায় আনতে গেছেন বড় ছেলে আব্বাস।

তবে ঘটনা যাই হোক, ছালমা খাতুনের জীবনের ওপর এক ঝড়ই বয়ে গেছে গত ১৩ দিন ধরে। ছালমা খাতুনের দুরবস্থার বর্ণনা তুলে ধরে ইমরান হাসান নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘বৃদ্ধা মহিলাটি দুদিন ধরে কিছুই খায়নি। কোনো চিকিৎসাও পায়নি। পায়খানা প্রস্রাব করে সারা শরীর ভিজে গিয়েছিল। বৃদ্ধা মহিলাটি আমাকে বারবার বলছিল ওনাকে পরিষ্কার করে দিতে। মহিলাটিকে পরিস্কার করিয়ে দেওয়া হয়, যতটুকু সম্ভব হেল্প করেছি। বৃদ্ধা মহিলাটি দুই দিন কিছুই খায়নি। এতে অনেক দুর্বল হয়ে পড়েছিল। যেহেতু এই বৃদ্ধা মহিলার কেউ ছিল না, তাই নার্সরা নিজ দায়িত্বে টাকা দিয়ে কলা এবং পাউরুটি কিনে আনেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি নিজেই ওই বৃদ্ধা মহিলাটি কে কলা এবং পাউরুটি খাইয়ে দেই। নার্সরাও আমার সাথে ছিল। এরপর আমি বৃদ্ধা মহিলাটির চারপাশে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিই এবং আমার একটি ফ্যান ছিল ওই ফ্যান ছেড়ে দেই। এতে তিনি বাতাস পান। বৃদ্ধা মহিলাটি ঘুমিয়ে পড়ে এবং অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়। ঘটনাগুলো শনিবার (১৩ জুন) রাত ৯টার সময় ঘটে।’

ইমরান হাসান লিখেছেন, ‘বৃদ্ধা মহিলাটির করোনা টেস্ট করানো হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি। আমার যা মনে হচ্ছে মহিলাটির সম্ভবত করোনাই হয়নি। কারণ তেমন কোনো উপসর্গ দেখা যাচ্ছিল না। করোনার টেস্ট মানে করোনা নয়। ওভারস্মার্ট লোকেরা করোনা না হওয়ার সত্ত্বেও মা থেকে ছেলেকে আালাদা করেছে। ওরা আসলে পালিয়ে যায় নি। সমাজের কিছু মানুষ তাদেরকে বাধ্য করেছে পালাতে।’

ইমরান হাসানের পোস্টের সূত্র ধরে এ ব্যাপারে অনুসন্ধান চালানো হয় । এজন্য যোগাযোগ করা হয় নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন খানের সাথে। তার সহযোগিতায় ছালমা খাতুনের ছোট ছেলে মহিউদ্দিনের সাথে আলাপ হয়। মহিউদ্দিন জানান, ‘রমজানের শুরু থেকেই কোমরের ব্যথা নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মূলত তার অসুস্থতা নিয়ে টেনশন করেই তার মা অসুস্থ হন। তিনি অসুস্থ থাকায় মায়ের দেখাশোনা করতে পারেননি। অন্যদিকে বড় ভাই আব্বাস লকডাউনে। তাছাড়া আব্বাসের মানসিক সমস্যাও আছে।’

ছালমা খাতুন নামের ওই বৃদ্ধা চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের চালিতাতলী বাজার এলাকার খন্দকার পাড়ার বাসিন্দা।

বৃদ্ধার ছেলে মহিউদ্দিন বলেন, ‘আমার এক খালাতো ভাই আর এক খালাতো বোন মায়ের দেখাশোনা করছিল। এর মধ্যে খালাতো বোনকে কল করে জানানো হয়েছিল আম্মার করোনা হইছে। সে যেন নিরাপদ থাকে। তাই খালাতো বোন আর হাসপাতালে আসেননি। ৩ দিন আগে তার মোবাইলে আবার ম্যাসেজ যায় আম্মার নেগেটিভ রেজাল্ট আসছে। সে এটা বড় ভাইকে জানায়। কিন্তু বড় ভাই ভয়ে মাকে বাসায় নিতে রাজি হয়নি।’

‘এখন সব ঠিক হয়ে গেছে। আমি তো সুস্থ না। আমি সুস্থ হলে এসব সমস্যা হতো না। আমার মায়ের সব আমিই দেখাশোনা করতাম। এখন বড় ভাইকে পাঠাইছি। তারা হাসপাতাল গেছে। উনাকে নিয়ে আসবে’— যোগ করেন মহিউদ্দিন। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *