অন্যান্য

তালেবানের সঙ্গে আলোচনায় রাজি মাসুদ

তালেবানের সঙ্গে আলোচনায় রাজি মাসুদ।

পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়া আহমদ মাসুদ বলেছেন, তিনি তালেবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তিনি এই ঘোষণা দিয়েছেন তালেবানবিরোধী রেসিসট্যান্স ফ্রন্ট এনআরএফ এর ফেসবুক পেজে।

আহমদ মাসুদ বলেছেন, তিনি ধর্মীয় নেতাদের লড়াই বন্ধ করার সমঝোতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে ধর্মীয় নেতারা কখন আহমদ মাসুদকে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে সেটা জানা যায়নি।

তাদের যোদ্ধারা পাঞ্জশিরের রাজধানীর পথে অগ্রসর হয়েছেন বলে রোববার সন্ধ্যায় তালেবান জানায়। এক টুইট বার্তায় তালেবানের মুখপাত্র বেলাল কারিমী বলেন,
তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের রাজধানী বাজারাক সংলগ্ন রুখাহ জেলা কেন্দ্র দখল করে নিয়েছে।

হতাহত হয়েছে ব্যাপক সংখ্যক বিদ্রোহী যোদ্ধা। অনেক সংখ্যক কারাবন্দীকে মুক্ত করা হয়েছে এবং সামরিক যান দখল করা হয়েছে।

এরপর আহমদ মাসুদ রোববার রাতে তার ফেসবুক পেজে বলেন, নীতিগতভাবে বর্তমান সমস্যার সমাধানে রাজি এনআরএফ। তিনি বলেন, শান্তি স্থায়ী করতে যুদ্ধ বন্ধে রাজি এনআরএফ। তবে শর্ত হলো- পাঞ্জশির এবং আনদারাবে আক্রমণ বন্ধ করতে হবে তালেবানকেও।

আরও সংবাদঃ তালেবানের সঙ্গে আলোচনায় রাজি মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *