ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে ওপেনিং করতে চান মিঠুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন বিকল্প ওপেনার হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে। তবে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় তার খেলা হয়নি ওপেনিং পজিশনে।

তামিম ইকবাল ইনজুরিতে পড়ার পর ওপেনিং পজিশনে ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। তার বিকল্প হিসেবে বেশ কয়েকজন আসলেও তারা যেন নিজেদেরকে মেলে ধরতে পারছেন না।

লঙ্গার ভার্সনে টাইগারদের বর্তমানে যে কয়েকজন ওপেনিং ব্যাটসম্যান রয়েছেন সেখানে তামিম ইকবালের সাথে থিতু হতে পারছেন না কেউ। সাদমান ইসলাম কিংবা সাইফ হাসানরা বেশ কিছুদিন ধরেই ওপেনিং করে গেলেও আশানুরূপ ফলাফল আনতে না পারায় হয়ত বিকল্প ভাবনা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া মিঠুন অবশ্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন নিজের মত করেই। ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিক এই ব্যাটসম্যান বিসিএলের ফাইনাল ম্যাচেও হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। তাই জাতীয় দলে পুনরায় জায়গা পাওয়া নিয়ে নতুন করে তাই আশার আলো দেখছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে মিঠুনের এমন পারফরম্যান্সের পর মিঠুন যদি আবারও জাতীয় দলে জায়গা পান তাহলে ওপেনিং পজিশনে খেলার ইচ্ছা পোষণ করেছেন করেছেন তিনি। বিসিএলের এবারের আসরে ৬৬.৬৮ গড়ে ৪৬৮ রান করা মিঠুন সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে মিঠুন বলেন, ‘’হ্যাঁ অনেকটাই সেটা। নাহলে তো আমাকে নির্দেশনা দেওয়া হতো না ম্যানেজমেন্ট থেকে যে, ওপেনিং করে দেখো।‘’

টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই বিসিএলে ওপেনিং করেছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘’এটা আসলে আমার পরিকল্পনা ছিল না। এ ধরনের কোনো চিন্তা আমার মধ্যে আসেনি যে আমি ওপেনিং চেষ্টা করে দেখি বা এ ধরনের কিছু। এটা মূলত কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কোনো পরিকল্পনা হয়তো আছে আমাকে নিয়ে, সেজন্যই বলেছে। ওটাই চেষ্টা করছি, এ জায়গাটায় যত তাড়াতাড়ি নিজের উন্নতি করা যায়, আসল পরীক্ষাগুলো কিভাবে মোকাবেলা করা যায়।‘’

Leave a Comment