চসিকের উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত রিয়াজুদ্দিন বাজার ও দেওয়ানহাটে

চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার ও দেওয়ানহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার (১০ আগস্ট) এসব অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

এ সময় নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন ফুট ওভারব্রীজের নিচ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া আশপাশের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত ও ফুটওভারব্রীজের নিচের অংশ অবৈধ দখলমুক্ত করা হয়।

এদিকে নগরীর দেওয়ানহাট এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি কমপ্লেক্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ভবনের ভেতরের করিডোর থেকে দোকানের মালামাল অপসারন করে লোকজন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Comment