দাগনভূঞায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

দাগনভূঞায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রী জান্নাতুল ফেরদৌস মেরী (১৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার দুপুর ২ঃ৩০ টায় উপজেলার পৌরসভা ৯নং ওয়ার্ডের আমান উল্যাহপুর গ্রামের জহির টাওয়ারের নামের একটি ভবন থেকে নিহত মেরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ৷

পারিবারিক সূত্রে জানাযায়, চলতি বছরের গত জানুয়ারি ১৫ তারিখ পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক সেকন্দরপুরের মৃত আব্দুল করিমের প্রবাসী ছেলে কবির আহমদের সাথে ফোনের মাধ্যমে বিয়ে হয় মেরীর। বিয়ের পর থেকে মেরী তার পিতা-মাতার সাথেই বসবাস আসছিল। ছুটিতে তার স্বামী দেশে আসার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে সম্ভব হয়নি দেশে আসা।

আজ রবিবার তার স্বামীর দেশে আসাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায় মেরী ভিড়িও কলে তাকে আত্মহত্যার হুমকি দেয়৷ প্রায় সময়ই বদমেজাজি মেরী এরকম কথা বলে আসতেছে বলে জানাযায়।

কথা শেষে তার পরিবারের লোকদের অজান্তে বাসার সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেরী।

নিহত মেরী ৮নং জায়লস্কর ইউনিয়নের পশ্চিম খুশি পুরের ইমান উদ্দিন ভূঞা বাড়ির মোঃ জেবল হকের বড় মেয়ে ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মেরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে। আগমীকাল লাশ ময়নাতদন্তের জন্য ফেনী পাঠানো হবে বলে জানায় পুলিশ।

Leave a Comment