চমেক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষঃ আকিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সেই আকিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ।

প্রতিবেদনে অভিযুক্ত করা হয়েছে চমেক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া ‘হাড় নেই, চাপ দিবেন না’ সেই মাহাদি জে আকিবকেও। অভিযুক্তের তালিকায় আকিব ছাড়াও আরও অভিযুক্ত করা হয়েছে ঘটনার সময় আহত হওয়া উৎস দে রক্তিম ও এনামুল হাসান সিমান্তকে।

এ তিনজনের বিরুদ্ধে প্রমান মিলছে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংঘাতের সময় জড়িত থাকার। তবে  কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সংগত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

যদিও এ তিন জনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়। এ সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি একাডেমিক কাউন্সিল সভায়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানিয়েছে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের ‘সংঘাত থামাতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment