চবি উপাচার্যের করোনা পজিটিভ, পরিবারের আরো ৬ জন করোনা আক্রান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতারসহ তাঁর পরিবারের সাতজন করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় তাঁদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, সামান্য জ্বর আসায় পরিবারের সাতজন পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। এরপর তাঁরা ঘরে থেকে চিকিৎসা শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এম মনিরুল হাসান বলেন, “শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে উপাচার্যের বাসার ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে সাত জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। ম্যাডাম, উনার মেয়ে এবং তিন নাতনির কোভিড-১৯ পজিটিভ এসেছে।

তাছাড়া উপাচার্য বাসভবনের দুই কেয়ারটেকারের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: সিটিজি টাইম

Leave a Comment