অন্যান্য

চট্টগ্রামে মাইকিং পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরাতে, খোলা হয়েছে ১৯ আশ্রয়কেন্দ্র

ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীতে পাহাড়ধসের আশংকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরাতে মঙ্গলবার (২১ জুলাই) মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। একইসঙ্গে এসব ঝুঁকিপূর্ণদের জন্য চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ ও কাট্টলীতে খোলা হয়েছে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র। তবে ইতোমধ্যে অনেকেই এসব আশ্রয়কেন্দ্রে সরে এসেছেন।

জানা গেছে, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে প্রাণহানি এড়াতে চট্টগ্রাম নগরের ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ বায়েজিদ, ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় পাহাড়ে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে জেলা প্রশাসন।

এছাড়া মতিঝর্ণা, বাটালিহিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলী, ফয়েজ লেক, আকবর শাহ ঝিলের ১, ২ ও ৩ নম্বর এলাকা, জিয়ানগর, মধ্যমনগর, মুজিবনগর, শান্তিনগর এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনি এলাকা, ফিরোজ শাহ এলাকা, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশংকায় মাইকিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *