অন্যান্য

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিন, নতুন শনাক্ত বেড়ে ১৩৭

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় চট্টগ্রামে প্রায় প্রতিদিন প্রাণহানি ঘটেছে। অবশেষে করোনায় মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রাম। তবে এই সময়ে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছেন ১৩৭ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৯৮ জন এবং উপজেলায় ৩৯ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৪৪৪ জন।

শনিবার (২২ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব মিলে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৯ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।

এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *