অন্যান্য

চট্টগ্রামে আবারো জোড়া মৃত্যু, নতুন শনাক্ত ১৯৩

আগেরদিন চট্টগ্রামে তিনটি ল্যাবে পরীক্ষা না হওয়ায় করোনা শনাক্ত হঠাৎ করে একশর নিচে এসেছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি একলাফে দুইশ ছুঁই ছুঁই। নতুন শনাক্ত ১৯৩ জনের মধ্যে ১৫৪ জন নগরের ও ৩৯ জন উপজেলার বাসিন্দা। একই সাথে করোনা কেড়ে নিয়েছে নগরীর আরও দুই করোনা রোগীর প্রাণ।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৭ হাজার ৮২৭ জন। এদের মধ্যে নগরের রোগী ২১ হাজার ২৭২ জন এবং উপজেলা পর্যায়ে ৬ হাজার ৫৫৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৩৪ জন, যাদের ২৩৮ জন নগরের এবং ৯৬ জন উপজেলার। অন্যদিকে ১৪ ডিসেম্বর পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৮১ জন।

সোমবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি সাতটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের দেহে। এদের মধ্যে ১৫৪ জন নগরের এবং ৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম নগরে দুজনের মৃত্যু হয়েছে।’

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ১৪ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় দিনের সর্বোচ্চ ৭২ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা পজিটিভ পাওয়া যায় ৩৯ জনের দেহে।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে সর্বশেষ যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে সেটিতে নেগেটিভ আসে।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ আসে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৯ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *