বিনোদন

অনন্ত জলিলের ১২০ কোটি টাকার সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই: মিশা

অনন্ত জলিল ঢাকাই সিনেমার আলোচিত নায়ক। তার বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে।এটি বড় একটি রেকর্ড দেশীয় সিনেমার ক্ষেত্রে, কারণ এর আগে কখনো বাংলাদেশে এ পরিমাণ বাজেটের সিনেমা মুক্তি পায়নি। তবে আলোচিত এই সিনেমাটি প্রথম সপ্তাহে শতাধিক প্রেক্ষাগৃহে চললেও দ্বিতীয় সপ্তাহে এর হলসংখ্যা অনেক কমে যায়। যদিও অনন্তের দাবি সিনেমাটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে।

অনন্ত জলিল গণমাধ্যমে এর আগে একাধিকবার দাবি করেছেন, তার এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকারও বেশি। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি। এতে কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী কলাকুশলী। তবে মিশা সওদাগর আলোচিত এই সিনেমাটির একটি চরিত্রে অভিনয় করেছেন।

তিনি মনে করেন, ‘দিন-দ্য ডে’র মতো সিনেমা দিয়ে দেশের কোনো লাভ হয় না। এগুলোকে বড়জোর শৌখিন সিনেমা বলা যেতে পারে।

সম্প্রতি  গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিশা আরো বলেন, এই সিনেমা দিয়ে ইন্ডস্ট্রির কোনো লাভ নেই। “দিন-দ্য ডে’ নিয়ে কথা বলার কী আছে। আমাদের এখানে ১২০ কোটি টাকার সিনেমা বানানো সম্ভব নয়। এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।

এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? এছাড়া এই সিনেমায় প্রফেশনাল কোন শিল্পী নেই। ওনারা সাধারণত শৌখিন শিল্পী।”

মিশা সওদাগর অনন্ত জলিল সম্পর্কে বলেন, “তিনি মূলত একজন বড় পর্য্যায়ের ব্যবসায়ী। একজন সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)। ১২-১৩ হাজার লোক কাজ করে তার ফ্যাক্টরিতে। নিজের ভালো লাগা থেকেই তিনি তার স্ত্রীকে নিয়ে সিনেমা বানান।

এখানে ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নেই। ইন্ডাস্ট্রির লাভ ‘পরাণ’, ‘হাওয়া’, ‘শান’, ‘গলুই’ দিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *